সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় লাখাই উপজেলা সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
সভায় মুশফিউল আলম আজাদ তাঁর বক্তৃতায় লাখাইর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ প্রতিহত ও প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে ও আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে এবং পূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লাখাই থানা প্রশাসনের প্রতি আহবান জানান।
আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মোক্তার হোসেন বেনু, করাব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, বামৈ ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, লাখাই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব রেজা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, আব্দুল কদ্দুছ, ফারুক সর্দার।
এদিকে একই দিনে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকারের সভাপতিত্বে লাখাই উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
লাখাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com