জুবায়ের আহমেদ, বাহুবল থেকে ।। বাহুবলে হাত-পা-মুখ বেঁধে কাসেম আলী নামে এক চালককে হত্যা করে টমটম ছিনতাই’র ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার লামাতাশী ইউনিয়নের ভাতকাটিয়া মন্দিরের পাশ থেকে টমটম চালকের লাশ উদ্ধারের পর ওই ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারক…তরা হলো- উপজেলার লামাতাশী ইউনিয়নের নন্দনপুর গ্রামের শফিক মিয়ার ছেলে আল আমিন মিয়া (২২) ও একই গ্রামের হানিফ উল্লাহ’র ছেলে মোঃ আল আমিন মিয়া (২৫)।
পুলিশ ও ¯’ানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৫নং লামাতাশী ইউনিয়নের লামাতাশী গ্রামের আব্দুল আলীর ছেলে মোঃ কাশেম আলী (২৭) দীর্ঘদিন ধরে মিরপুর বাজার টু বৈদ্যার বাজার রোডে টমটম গাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় কাশেম আলী ৭ জুলাই টমটম চালাতে বাড়ি থেকে বের হন। রাত প্রায় সাড়ে ১১ টার পর কাশেম আলী বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন ¯’ানে খোঁজাখুজি করতে থাকেন। কিš‘ কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। ৮ জুলাই সকাল ৯ টার দিকে উপজেলার লামাতাশী ইউনিয়নের ভাতকাটিয়া মন্দিরের পাশে কাঁচা রাস্তার উপর ¯’ানীয় লোকজন হাত-পা ও মুখ বাঁধা অব¯’ায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। পরে ¯’ানীয়রা থানা পুলিশকে খবর দিলে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলামের নেত…ত্বে এসআই বুলবুল আহমেদ সহ পুলিশের একটি টিম ঘটনা¯’লে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে ওসি মোহাম্মদ জাহিদুল ইসলামের নেত…ত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে লামাতাশী ইউনিয়নের নন্দনপুর এলাকার শফিক মিয়ার ছেলে মোঃ আল আমিন ও একই এলাকার হানিফ উল্লাহ’র ছেলে আল আমিনকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাহুবল মডেল থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা¯’ল পরিদর্শন করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আল আমিন নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার গ্রেপ্তারক…তদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।