
নিতেশ দেব, লাখাই থেকে ।। পদ্মায় নিখোঁজ লাখাই উপজেলার সিংহগ্রামের মোজাম্মিল (৩৭) এর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে মাওয়া কোস্ট গার্ড কর্ত…পক্ষ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে বলে নিহতের পারিবারিক ও তার বন্ধুদের কাছ থেকে জানা গেছে। মরদেহের সাথে থাকা মোটর সাইকেলের চাবির রিং ও একটি পরিচয় পত্র দেখে মরদেহটি মোজাম্মিলের বলে নিশ্চিত হন উদ্ধারকারীরা। পরে তার পরিবারকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পরিবারের লোকজন মাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে। মোজাম্মিল লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের মোঃ বিলাল মিয়ার ছেলে।
এদিকে মোজাম্মিল এর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মোজাম্মিলকে হারিয়ে তার পরিবারে চলছে শোকের মাতম।
প্রসঙ্গত, মোজাম্মেল সহ তার ৪ বন্ধু মিলে স্পিডবোট ভাড়া করে পদ্মা সেতু এলাকায় ভ্রমণে বের হন। ওই সময় স্পিডবোটে আরও ৪ জন যাত্রী ছিলেন। এক পর্যায়ে নদীতে ট্রলারের সাথে স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোজাম্মেল স্পিডবোট থেকে ছিটকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।