স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের চাঞ্চল্যকর স্কুলছাত্র জনি দাশ হত্যা মামলার একমাত্র আসামী সাজু মিয়াকে মারতে আদালতে হামলায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। হামলার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হবে। হবিগঞ্জ জেলা পুলিশ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার ইনচার্জের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিটি নিম্নে হুবহু তুলে ধরা হলো- ০৯/০৭/২০২৫খ্রি. তারিখ হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০৪, তারিখ-০৫/০৭/২০২৫খ্রি., ধারা-৩২৬/৩০২/৩০৭/৩৪ পেনাল কোড এবং জিআর নং-১৯৫/২৫ (হবিগঞ্জ) মামলার হাজতী আসামী মোঃ সাজু মিয়া (২৭), পিতা-মৃতঃ খোসমান মিয়া ওরফে ওসমান মিয়া, সাং- পশ্চিমবাগ, থানা- আজমিরীগঞ্জ, বর্তমান ঠিকানা-নাতিরাবাদ (শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া), থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ এর পুলিশ রিমান্ড শুনানীর নিমিত্তে আসামীকে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্যারের এজলাস কক্ষে উপ¯ি’ত করলে এজলাস কক্ষের বারান্দায় দুপুর অনুমান ১২.২৫ ঘটিকার সময় অনুমানিক ৪০/৫০ জন অজ্ঞাতনামা উ”ছ…ঙ্খল জনতা উক্ত আসামীর ফাঁসি চাই, ফাঁসি চাই বলে স্লোগান দিতে থাকলে আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তাৎক্ষণিকভাবে উপ¯ি’ত বিজ্ঞ আইনজীবিগণ ও কোর্ট পুলিশ উ”ছ…ঙ্খল জনতাকে এজলাস কক্ষের সামনে থেকে সরিয়ে দিলে যথারীতি আদালতের কার্যক্রম শুরু হয়। আসামীর রিমান্ড শুনানী শেষে বিজ্ঞ আদালত আসামীকে ০৩ (তিন) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে দুপুর অনুমান ১২.৫৮ ঘটিকার সময় আসামী সাজু মিয়াকে এজলাস কক্ষ হতে পুলিশ স্কটের মাধ্যমে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় অতর্কিতভাবে বর্ণিত উ”ছ…ঙ্খল জনতা একই উদ্দেশ্যে দৌড়ে এসে আসামীকে নিয়ে যাওয়ার সময় ঘটনা¯’লে পথরোধ করে সরকারি কাজে বাধা দান ও আক্রমণ করতঃ অপরাধমূলক বলপ্রয়োগ করে আসামীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। পুনরায় তাৎক্ষনিকভাবে আসামীকে এজলাস কক্ষে ঢুকালে উ”ছ…ঙ্খল জনতা এজলাস কক্ষের দরজায় ধাক্কা দেয় এবং বিচারিক কাজে বিঘ্ন সৃষ্টি করে। পুলিশ, বিজ্ঞ আইনজীবি ও বিজ্ঞ আদালতের অন্যান্য কর্মচারীদের সহায়তায় উ”ছ…ঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করে দিলে তারা নিচে গিয়ে হাজতখানার গেইট ধাক্কাধাক্কি করতে থাকলে পুলিশ তাদেরকে গ্রেফতারের চেষ্টা করলে তারা কোর্টে আসা বিচারপ্রার্থী সাধারণ লোকজনের ভিড়ে কৌশলে পালিয়ে যায়। আইন শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক। উক্ত ঘটনায় কোর্ট পুলিশ বাদী হয়ে এজাহার দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যব¯’া গ্রহন করা হ”েছ। ইতিমধ্যে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও ফুটেজ পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী বরাবর প্রেরণ করা হয়েছে। তা যাচাই পূর্বক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী তৎপর রয়েছে।