স্টাফ রিপোর্টার \ চুনারুঘাটের বিভিন্ন এলাকায় এখনো প্রকাশ্যে ঘুরে বেড়া”েছন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অব¯’ান এবং অনেকের বিরুদ্ধে মামলা থাকলেও তাদের গ্রেফতার করা হ”েছ না। বিষয়টি নিয়ে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাছাড়া অনেকেই ¯’ানীয় বিএনপি নেতা-কর্মীদের সাথে আঁতাত করে নিজেদের রক্ষার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর হোসেন জিতু, উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, মিরাশী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, রানীগাঁও ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রিমন লস্কর, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা গাজীউর রহমান, উপজেলা ক…ষকলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুবেল মিয়া, চুনারুঘাট পৌর যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবির গং নেতা-কর্মী সিন্ডিকেট তৈরী করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। ক্ষমতা আর অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত ও সুযোগ-সুবিধা ভোগ করেছেন। আওয়ামী লীগের প্রার্থী তৎকালীন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে নির্বাচিত করতে সাধারণ মানুষকে ভয়-ভীতি ও মামলার ভয় দেখিয়ে ভোট আদায় করেছেন। বিভিন্ন এলাকায় নৌকার প্রচার-প্রচারণা ও জনসভা করে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সর্বশেষ বৈষম্যবিরোধী আন্দোলনে উল্লেখিতরা প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে অব¯’ান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছেন। ওই সময়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে সক্রিয় ভূমিকা রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন জিতু। তিনি হামলায় সরাসরি সম্প…ক্ত থাকায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ২টি মামলা রয়েছে। উপজেলা যুবলীগের সাভাপতি লুৎফুর রহমান চৌধুরী নিয়মিত থানায় আসা-যাওয়া করতেন। মামলার দালালী করে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাছাড়া টিউবওয়েল প্রকল্পের মাধ্যমে তিনি সরকারি টাকা আত্মসাত করেছেন। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধেও ২টি মামলা রয়েছে।
¯’ানীয়রা জানান, মিরাশী ইউপি চেয়ারম্যান মানিক সরকার অবৈধ কাজের সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ ব্যবহার করে তিনি এলাকায় দাপটের সাথে চলাফেরা করতেন। রানীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপনের বিরুদ্ধেও রয়েছে এন্তার অভিযোগ। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে তিনি শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অব¯’ান নিয়েছিলেন। প্রকাশ্যে হামলা-মামলার ভয় দেখিয়ে আন্দোলন দমনের চেষ্টা করেছেন। ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়নের গরীব-অসহায় মানুষকে ভয়-ভীতি দেখিয়ে নৌকার পক্ষে ভোট দিতে চাপ প্রয়োগ করেছেন। জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রিমন লস্করের বিরুদ্ধে রয়েছে মামলা-বাণিজ্যের অভিযোগ। তার পিতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির লস্করের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন দপ্তরে তদবির বাণিজ্য করেছেন তিনি ।
পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের, উপজেলা ক…ষকলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুবেল মিয়া, চুনারুঘাট পৌর যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম, উবাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মাস্টার, সদর ইউনিয়ন স্বে”ছাসেবক লীগের সভাপতি কাউছার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েম তালুকদার, উপজেলা স্বে”ছাসেবক লীগ নেতা শিপন বক্স, উপজেলা স্বে”ছাসেবক লীগ সহ-সভাপতি হান্নান কমিশনার, উপজেলা ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম রুবেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবির মিয়া ছিলেন আওয়ামী সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের প্রকাশ্যে সহযোগিতা করেছেন। নৌকার প্রার্থী মাহবুব আলীকে নির্বাচিত করতে তারা সভা-সমাবেশ ও মিছিলে অগ্রণী ভূমিকা পালন করেন। যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা গাজীউর রহমান গাজী এখনও আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গোপনে কাজ করে চলেছেন বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে যুক্তরাজ্য প্রবাসী হয়েও তিনি গ্রাম-গঞ্জে নৌকার প্রচার-প্রচারণায় ভূমিকা রাখার পাশাপাশি সভা-সমাবেশে লাখ লাখ টাকা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সহযোগিতা করেন। সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর কাছের লোক পরিচয় দিয়ে তিনি এলাকায় প্রভাব সৃষ্টি করেন। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে শায়েস্তাগঞ্জে তার মালিকানাধিন জিএস ব্রাদার্স এর পার্টনারের টাকা আত্মসাত করেছেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর ওইসব নেতারা নিজেদের বাঁচাতে বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছেন। কতিপয় বিএনপি নেতাদের সাথে আঁতাত করার চেষ্টা করছেন। প্রকাশ্যে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা থাকার সত্ত্বেও তারা গ্রেফতার না হওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন ¯’ানীয়রা।