ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ।। নবীগঞ্জ শহরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি/আলিম/এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা নির্ধারিত সময়েই এবং নির্ধারিত কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “সব পরীক্ষার্থীকে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপ¯ি’ত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হ”েছ। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের নিরাপত্তা ব্যব¯’া গ্রহণ করা হয়েছে।”
তবে শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, সেনা পুলিশের অভিযানে ধরপাকড় এবং এক পরীক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থী ও অভিভাবক আতঙ্কে রয়েছেন।
শিক্ষার্থীরা মনে করছেন, সংঘাতপূর্ণ এই পরি¯ি’তিতে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এতে তাদের মনোযোগেও প্রভাব পড়ছে।
রহিম আহমেদ নামে এক অভিভাবক বলেন, অনার্স চতুর্থ বর্ষের এক পরীক্ষার্থীকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মারধর করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় ছেলে-মেয়েরা আতঙ্কিত হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন- পরীক্ষার সময় সব কেন্দ্রে কঠোর নিরাপত্তা থাকবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য বা সহায়তার জন্য ০১৭৩০৩৩১১৪৬ নম্বরে পরীক্ষার্থীদের যোগাযোগ করতে বলা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের উদ্দেশে জানানো হয়েছে- “ভয় বা ভীতি নয়, মনোযোগই হোক প্রধান প্র¯‘তি। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানানো হ”েছ।”