ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ।। নবীগঞ্জে সম্প্রতি সংঘটিত ভয়াবহ সংঘর্ষের ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার থাকায় নতুন কোনো সহিংসতা না ঘটলেও চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে ফার্মেসি ও অন্যান্য জরুরি পরিষেবা বন্ধ থাকায় অসু¯’ রোগীরা পড়েছেন চরম বিপাকে।

সেনা-পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে শহরের অধিকাংশ ফার্মেসি এখনো বন্ধ রয়েছে। ফলে ওষুধ কিনতে না পেরে অনেকেই পড়েছেন বিপাকে।

নবীগঞ্জ শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা মাসুদা বেগম বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। প্রতিদিন ওষুধ না খেলে সমস্যা হয়। গত দুই দিন ধরে কোনো ওষুধ পা”িছ না।’
একই অভিজ্ঞতার কথা জানান অ্যাজমা আক্রান্ত এক শিশুর বাবা রুবেল মিয়াও। তিনি বলেন, ‘সকালে তিনটি ফার্মেসিতে গেছি, কোথাও তালা খোলা নেই।’
একই সঙ্গে শহরের অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাটও বন্ধ থাকায় সাধারণ মানুষ পড়েছেন মানবেতর পরি¯ি’তিতে। অনেকেই খাদ্য ও ওষুধ সংকটে ভুগছেন। এ অব¯’ায় সাধারণ মানুষ, সামাজিক সংগঠন ও সচেতন মহল প্রশাসনের প্রতি ফার্মেসি ও জরুরি পরিষেবাগুলো শর্তসাপেক্ষে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তাদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষার কড়া অব¯’ান থাকুক, কিš‘ রোগীর জীবন যেন অবহেলায় না ঝরে যায়। বিশেষ করে ওষুধের মতো জীবনরক্ষাকারী পণ্য ও জরুরি চিকিৎসা সেবাকে বিপর্যয়ের বাইরে রাখার বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান তারা।
¯’ানীয় সচেতন মহলের দাবী, প্রশাসনের নিয়ন্ত্রণে সীমিত আকারে ফার্মেসি খোলা রাখা সম্ভব। এতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হবে না, বরং জনভোগান্তি কিছুটা হলেও কমবে।
প্রসঙ্গত, গত সোমবার সৃষ্ট সংঘর্ষে হতাহতের ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকে নবীগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়। শহরে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। ইতোমধ্যে ১৩ জনকে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘পরি¯ি’তি এখন নিয়ন্ত্রণে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অব¯’ানে রয়েছি।’
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন- ফার্মেসীসহ সকল জরুরী পরিষেবা খোলা থাকলে কোনো অসুবিধা নেই। তবে মানুষ জড়ো হতে দেয়া হবে না। মানুষের নিয়মিত ঔষধ প্রয়োজন এই কারণে ফার্মেসী খোলা রাখা অত্যন্ত প্রয়োজন। যদি ফার্মেসী খুলতে গিয়ে সমস্যা হয়, উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহবান জানান তিনি।