মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চেঙ্গারবাজার-চৌমুহনী সড়কের মঙ্গলপুর এলাকা থেকে ৭৫ পিস ইয়াবাসহ আব্দুল হামিদ (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফা।
আটককৃত ব্যক্তি চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এর আগেও তিনি একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছেন।