স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের খালপাড় নামকস্থানে আবু তাহের তুহিন নামে এক কিশোরকে পূর্ব বিরোধের জের ধরে মোবাইল চুরির অপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনার ৮ দিন পর গত ২ জুলাই হবিগঞ্জ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল (৮) আদালতে তিন জনকে আসামী করে মামলা দায়ের করেন ভিকটিম নিজেই। আদালত মামলাটি আমলে নিয়ে ভিকটিমের মেডিকেল সার্টিফিকেট ১৫ দিনের মধ্যে তলব করেছেন।
মামলা সূত্র ও তুহিনের বক্তব্যমতে, গত ২৪ জুলাই বিকাল ৩টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের শুকড়িপাড়া গ্রামের রফিক মিয়ার পুত্র আবু তাহের (তুহিন) হবিগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে জগতপুর গ্রামের ছিদ্দিক আলীর পুত্র নাঈম মিয়া (২১), চেরাগ আলীর পুত্র এখলাছ মিয়া হেলাল (৩৮) ও তুহিন মিয়া (২৫) এই তিন যুবক ওই কিশোর তুহিনকে জাপটে ধরে তাদের বাড়িতে নিয়ে যায় এবং গাছের সাথে রশি দিয়ে বেঁধে ফেলে। এসময় আসামী নাঈম মিয়ার হাতে থাকা ছুরি, এখলাছ মিয়া হেলালের হাতে থাকা রুইল এবং আসামী তুহিন মিয়ার হাতে থাকা লোহার রড দিয়ে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে মারপিট করতে থাকে। তার সাথে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে মোবাইল চুরির অপবাদ দিয়েও নির্যাতন করা হয়েছে। এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও কোনো সুরাহা হয়নি।
শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, ভিকটিমের মা-বাবা ও স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম বিষয়টি নিজেরা বসে দেখবেন মর্মে পুলিশের কাছে লিখিত দেন। তবুও আদালতে যেহেতু মামলা হয়েছে এবং তদন্তের দায়িত্ব যদি শায়েস্তাগঞ্জ থানায় দেওয়া হয় তখন বিষয়টি খতিয়ে দেখব।