স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আপন ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, ল্যাব পরিচালনা, অতিরিক্ত মূল্য রাখা সহ নানা অসংগতি পরিলক্ষিত হওয়ায় শহরের বেবিস্ট্যান্ড এলাকাস্থ আপন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা অর্থদ- করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বৃহস্পতিবার পরিচালিত অভিযানে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে অভিযানের খবর পেয়ে অনেক ক্লিনিক মালিক প্রতিষ্ঠান বন্ধ কের পালিয়ে গেছেন বলে জানা গেছে।
সিভিল সার্জন জানান, এরকম সুপারভিশন ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং সেবার মান নিশ্চিত না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।