
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের পশ্চিম মাধবপুর পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙ্গারী দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ আপন দু’ভাইসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ ভাঙ্গারী দোকানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে বোরহানউদ্দিন (২৭), তার ভাই বাহাউদ্দিন (২৫) ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ মোস্তফা (৩০)কে আটক করে। এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com