অপু আহমেদ রওশন ॥ বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বানিয়াচং থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা আল আমিনের দায়ের করা মামলার ১৫ নম্বর আসামি।
ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জুলাই আন্দোলনের পর তার নামে মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ওসি গোলাম মোস্তফা তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।