নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জিয়া আরেফিনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসান এক ভিডিও বার্তায় বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জিয়া আরেফিন আজাদ এর বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের একাধিক অভিযোগ তুলে ধরেন। অভিযোগ করা হয়- প্রভাষক জিয়া আরেফিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
সম্প্রতি তিনি তার সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে জুলাই গণ-অভ্যুত্থানকে কটাক্ষসহ, সাম্প্রদায়িক উস্কানি, ইসলাম বিদ্বেষী আচরণ, বিভিন্ন রাজনৈতিক বিষয়ে শিক্ষার্থীদের ইরিটেট করে একটি অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি করার মতো অপচেষ্টায় লিপ্ত হয়েছেন।
এ ব্যাপারে উক্ত প্রভাষককে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা।