মাধবপুরে সড়ক যেন মৃত্যু ফাঁদ ॥ ব্রিজের মুখে গর্ত, ঝুঁকিতে যানবাহন চলাচল
॥ এস কে শাহীন ॥
মাধবপুর উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় নির্মিত সড়কটি মাত্র ১৮ মাস আগে সংস্কার করা হলেও বর্তমানে তা খানা-খন্দে ভরে গেছে। বিশেষ করে একটি ব্রিজের মুখে সৃষ্ট বিশাল গর্ত যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
সরেজমিন দেখা যায়, ব্রিজে ওঠার মুখে কার্পেটিং উঠে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে। কিন্তু সেখানে নেই কোনো সাইনবোর্ড, সতর্কতামূলক ব্যবস্থা বা রাতের বেলায় আলোর ব্যবস্থা। ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা। সিএনজি, মোটর সাইকেলসহ হালকা যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটছে নিয়মিত।
স্থানীয় বাসিন্দা ও যান চালকদের অভিযোগ, সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই অল্প সময়ের মধ্যে রাস্তাটি এ অবস্থায় পৌঁছেছে। তারা আরও জানান, এলজিইডির কেউ নিয়মিত এই সড়ক পরিদর্শনে আসেন না।
এ বিষয়ে মাধবপুর উপজেলা এলজিইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের দাবি, ব্রিজের মুখে সৃষ্ট গর্তটি দ্রুত সংস্কার না করলে যে কোনো সময় বড় ধরণের প্রাণহানি ঘটতে পারে। তারা সড়কটির দ্রুত সংস্কারে স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।