স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর ও উমেদনগরে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী উপজেলার নছরতপুরে অভিযান চালিয়ে মৃত আজিজ খানের পুত্র নুর উদ্দিন খানকে (৪৫) ১শ’ গ্রাম গাজাসহ আটক করে। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আর লিসা’র আদালতে হাজির করা হলে আদালত তাকে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন।
অপরদিকে পৃথক অভিযানে মৃত তৈয়ব আলীর পুত্র আলাউদ্দিনকে (৫৫) ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা খাতুনের আদালতে হাজির করা হলে আদালত তাকে ৪৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com