হামলায় জড়িত থাকার অভিযোগে এক যুবক গ্রেফতার যুবলীগের বিক্ষোভ ॥ হিন্দু নেতৃবৃন্দের ক্ষোভ ও নিন্দা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীকে (৪০) প্রকাশ্যে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বিপ্লব রায় চৌধুরীর উপর হামলাকারীদেরকে গ্রেফতারের দাবিতে জেলা যুবলীগ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখাও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আহত সূত্র জানায়, বুধবার বেলা ২টার দিকে হবিগঞ্জ শহরের চিড়াকন্দি এলাকায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীকে একা পেয়ে উমেদনগর এলাকার এক সন্ত্রাসী ও তার বাহিনী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় বিপ্লবকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। বিপ্লবের উপর হামলর খবর পেয়ে তাকে দেখতে শত শত নেতাকর্মী হাসপাতালে ছুটে যান। সদর হাসপাতালে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট রেফার করা হয়।
জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর উপর হামলার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেন যুবলীগের নেতাকর্মীরা। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিকাল ৪টায় সদর থানার সামন থেকে চৌধুরী বাজার পর্যন্ত জেলা যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। খবর পাবার সাথে সাথে সদর থানার ওসির নেতেৃত্বে একদল পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আলী ইমন খান (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশ।
সূত্র জানায়, হবিগঞ্জ পৌর যুবলীগের কমিটি নিয়ে গত কয়েকদিন ধরে নেতাকর্মীদের মাঝে বিরোধ চলছিল। এরই জের ধরে প্রতিপক্ষ তার উপর হামলা করে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী জানান, ঘটনার খবর শুনেই আমরা হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছি। ইতিমধ্যে এক জনকে আটক করা হয়েছে। পলাতক অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।
হিন্দু নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বিবৃতিদাতাগণ হলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি জগদীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট নারদ চন্দ্র গোপ, সদস্য সচিব অ্যাডভোকেট জন্টু দেব, ছাত্র যুব ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কৌশিক আচার্য্য পায়েল, সদস্য সচিব শিমুল পাল এবং মহিলা ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রেবা চৌধুরী, সদস্য সচিব সুবর্ণা দত্ত।