পৌরবাসীর স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে এবারের কর মেলা উৎসবমুখর হয়ে উঠবে। হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডে গতি সঞ্চার হওয়ায় পৌর নাগরিকগণ পৌরকর ও পানির বিল প্রদানে আরো উৎসাহী হয়ে উঠেছেন। আমরা আশা করি আসন্ন পৌর কর মেলায় এর প্রতিফলন ঘটবে। হবিগঞ্জ পৌরসভার ‘কর নিরূপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটি’র সভায় এসব কথা বলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। তিনি বলেন এবারের ‘পানির বিল ও পৌর কর মেলা’ আরো সুন্দর ও আকর্ষণীয় করে পালনের জন্য ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ সভায় সভাপতিত্ব করেন শেখ মোঃ উম্মেদ আলী শামীম। ‘কর নিরূপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটি’ ছাড়াও একই দিন পৌরসভায় অনুষ্ঠিত হয় পৌর কাউন্সিলর মোঃ আলমগীরের সভাপতিত্বে সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভা। এছাড়া মোহাম্মদ জুনায়েদ মিয়ার সভাপতিত্বে তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভা, মোঃ আবুল হাসিমের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক স্থায়ী কমিটির সভা, বেগম খালেদা জুয়েলের সভাপতিত্বে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভা, পিয়ারা বেগমের সভাপতিত্বে নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভা, অর্পনা পালের সভাপতিত্বে দারিদ্র নিরসন ও বস্তি উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, পৌরসচিব মোঃ ফয়েজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও শাখা প্রধানগণ। পৌরকর প্রদানে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর রোজ রবিবার ও সোমবার দুইদিন ব্যাপী হবিগঞ্জ পৌরসভা ভবনে পৌরকর মেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত চলবে মেলা। যে সকল করদাতা উক্ত পৌরকর মেলায় বকেয়াসহ হালনাগাদ সমুদয় পৌরকর পরিশোধ করবেন তারা হালসনের পৌরকরের উপর ১০% রিবেটের সুযোগ পাবেন এবং তাদেরকে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে সম্মাননা প্রদান করা হবে বলে জানান কর মেলার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি