স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালত পাড়া এলাকায় বিচার প্রার্থীদের সাথে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আলোচিত মজমার সর্দার জমির আলীসহ ৩ জনকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। তারা হলো শহরের মোহনপুর এলাকার মৃত আমীর আলীর পুত্র জমির আলী (৩৫), গোপায়া গ্রামের ক্যানভাসার আব্দুল খালেকের পুত্র মানিক মিয়া (৩২) ও তার সহযোগী সুতাং গ্রামের হারুন মিয়া (৩৫)।
স্থানীয়রা জানান, এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে আদালত পাড়ায় মজমা বসিয়ে গ্রাম-গঞ্জ থেকে আসা সহজ-সরল বিচার প্রার্থীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। বুধবার দুপুরে এক বিচার প্রার্থীর কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেয় এ চক্র। এক পর্যায়ে ওই বিচার প্রার্থী চেচা-মেচি শুরু করলে স্থানীয় লোকজন এসে তাদের আটক করে উত্তম-মধ্যম দিয়ে সদর থানায় খবর দিলে এসআই আব্দুর রহিম তাদেরকে আটক করে থানায় নিয়ে যান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com