স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা দক্ষিণ মহানগরের সাবেক সভাপতি ও ঢাকা গাজীপুরের একটি মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রইছ উদ্দিন খোকনকে হত্যার প্রতিবাদে হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার সুজাতপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সুজাতপুর শতমূখা শাখার আয়োজনে মাওলানা বাহাউদ্দিন বুলবুল এর সভাপতিত্বে এবং শেখ নাজিম উদ্দিন ক্বাদেরীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার, চেয়ারম্যান গণস্বাস্থ্য হোমিও বাংলাদেশ ও স্থানীয় ইমাম এবং আলেম ওলামাগণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনাসহ সর্বস্তরের সুন্নিজনতা।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন- মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করে পুলিশ হেফাজতে দেওয়া হয় মাওলানা রইছ উদ্দিন খোকনকে। সেখানে চিকিৎসার অভাবে তিনি মারা যান। ১১ দিন হয়ে গেছে এখনো এই হত্যার বিচার নিশ্চিতে সুষ্ঠু তদন্ত হচ্ছে না। এতে দেশের জনগণ বিক্ষুব্ধ। বিক্ষোভকারীরা দ্রুত রইছ উদ্দিন হত্যার বিচার নিশ্চিত এবং খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় দেশের জনসাধারণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।