
ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ঠ সমাজ সেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলা প্রেসক্লাবের সভাপতি ও শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সভাপতি আব্দুল আহাদ সুমনকে আজীবন সদস্যপদ প্রদান ও সংবর্ধনা দিয়েছে শায়েস্তাগঞ্জ নবীণ থিয়েটার। গত মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৭টায় এ উপলক্ষে থিয়েটারের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোঃ আব্দুুল হক রেনু’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার রিপন চন্দ্র দেবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক ও থিয়েটারের প্রধান উপদেষ্টা মোঃ ফখরুদ্দিন, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক, এসআই মোঃ ইব্রাহিম, সংগঠনের উপদেষ্টা ইউপি মেম্বার আব্দুল মান্নান বাবুল, সৈয়দ ইলিয়াস আহমদ, জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি উজ্জ্বল বণিক, সাধারণ সম্পাদক শাহ জালাল উদ্দিন জুয়েল, সহ-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম হৃদয়, থিয়েটারের সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, সুমন মিয়া, মুজিবুর রহমান, কাশেম বিন হাজী হাশিম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের নবাগত সদস্য মোঃ রমজান মিয়া জমাদার। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত ব্যক্তিকে ফুল দিয়ে বরণ করে নেন নোমান আহমেদ মিন্টু, কাজী আবু সাঈদ ফরহাদ, মোহাম্মদ আলী সরকার, হারুন চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ। শেষে সংবর্ধিত ব্যক্তির হাতে সংগঠনের পক্ষ থেকে আজীবন সদস্য সম্মাননা স্মারক তোলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি