সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে রনি মিয়া (১৯) নামে ডাকাতি মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রনি মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের নূর আলমের ছেলে।
সূত্রে জানা যায়, লাখাই থানার ওসি মোঃ বন্দে আলীর দিক-নির্দেশনায় এসআই আক্তারুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি টিম বুধবার (৭ মে) বামৈ ইউনিয়নের ভাদিকারা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামী রনি মিয়াকে গ্রেফতার করে।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি মোড়াকরি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে দেশীয় অস্ত্র সহ আটক করা হয়েছিল। ওই ঘটনার সাথে সক্রিয় ভাবে জড়িত থাকায় রনি মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে লাখাই থানার ওসি মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি রনি মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।