স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ১০ম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘হবিগঞ্জের প্রবাহ’ এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৩টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন। সঞ্চালনায় ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি ছনি আহমদ চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীন দেলোয়ার, উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আশরাফ আলী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ সাইদুল হক চৌধুরী ছাদিক, বাউসা ইউপি চেয়ারম্যান শেখ ছাদিকুর রহমান শিশু, বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা পজিপ কর্মকর্তা মোঃ সাকিল আহমদ, অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ আহমদ, দিনারপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ তনুজ রায়, অধ্যক্ষ মোঃ নজির মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, প্রধান শিক্ষক সোহেল আহমদ, আবুল কালাম মিঠু, হোসাইন আহমদ, সোহানুর রহমান চৌধুরী, তৌহিদ চৌধুরী, মাহাদি হাসান, ইসলাম ইফতি প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রুহুল আমিন বলেন, দৈনিক হবিগঞ্জ সময় শুরু থেকেই সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করে আসছে। একটি গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশ করে না, সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি হিসেবে কাজ করে। সময় পত্রিকা যেভাবে সাধারণ মানুষের কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি সত্য ও তথ্যভিত্তিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, একটি উপজেলা শহর থেকে দৈনিক পত্রিকা টিকিয়ে রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং। জেলা সদর কিংবা নবীগঞ্জ থেকে এর আগে যেসব পত্রিকা প্রকাশিত হয়েছে, তা টিকে থাকতে পারেনি। অর্থনৈতিক বাঁধা, প্রশাসনিক ও রাজনৈতিক চাপসহ নানা প্রতিকূলতার মধ্যেও ‘হবিগঞ্জ সময়’ তার অবস্থান ধরে রেখেছে। সরকারি বিজ্ঞাপনের অনুমোদন না পাওয়া, অর্থনৈতিক বাঁধা সৃষ্টি এবং পেশাগত কারণে ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ার পরও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল রয়েছে। হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের খবর তুলে ধরা, সমস্যা-সম্ভাবনা ও সংকট জনসমক্ষে তুলে ধরাই এর বড় শক্তি।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, শিক্ষা ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।