স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে জাহাঙ্গীর মিয়া (৩০) নামে এক যুবক আকষ্মিক মারা গেছেন। গতকাল বুধবার (৭ মে) বেলা প্রায় ২ টায় তিনি মারা যায়। তিনি পশ্চিম ভাদৈ গ্রামের সিরাজ মিয়ার পুত্র।
জানা যায়, জাহাঙ্গীর মিয়ার দুই স্ত্রী রোজিনা বেগম ও অনু বেগমের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হয়। এতে অতিষ্ট হয়ে উঠেন জাহাঙ্গীর মিয়া। এর জের ধরে জাহাঙ্গীর মিয়া গত বৃহস্পতিবার বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান। দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান। কিন্তু গতকাল বুধবার (৭ মে) বেলা প্রায় ২টায় তিনি মারা যায়। পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে সদর থানার এসআই সুজন শ্যাম লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com