শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শায়েস্তাগঞ্জ উপজেলার আয়োজনে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিএফজি সিলেট বিভাগীয় রিজিওন কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরীর সভাপতিত্বে ও পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলা রিলিজিয়ন লিডার তোফায়েল আহমেদ মনির এর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মহিবুর রহমান এবং গীতা থেকে পাঠ করেন দীপক আচার্য্য।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণডুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোহন, জেলা পরিষদের সাবেক সদস্য ও পিএফজি সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ, জাতীয় পার্টি উপজেলা সভাপতি ও পিএফজি এম্বাসেডর মোঃ আব্দুস ছালাম মেম্বার, ইউনিয়ন পরিষদ সচিব সজল চন্দ্র দত্ত, ব্রাহ্মণডুরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও পিএফজি সদস্য সাইফুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, ব্রাহ্মণডুরা ইউনিয়ন জাপা সভাপতি ও পিএফজি সদস্য মোঃ আছকির মিয়া, মেম্বার আবুল কালাম, সাদেক তালুকদার, সালেক মিয়া, ঝিনুক আক্তার, মোমেনা খাতুন, রেখা আক্তার, সারাজ খান, ইলিয়াছ চৌধুরী, হাছানুর রহমান ইনু, আনোয়ার আলী, ফয়েজ আলী, আছকির মিয়া, লিটন মিয়া, জাহির উদ্দিন চৌধুরী, শেখ মোঃ শাহিন, এনামুল হক ভূঁইয়া, মোজাম্মেল হক, মহিউদ্দিন আহমেদ হৃদয়, ওয়াদুদ মিয়া, শাহিন মিয়া, পিএফজি ইয়ুথ লিডার আল আমিন সাঈফী প্রমূখ।
সভায় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তরিকতার সাথে কাজ করার অঙ্গিকার করা হয়।