
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের ছোট বহুলা গ্রাম থেকে নারী নির্যাতন মামলার পলাতক আসামি যুবলীগ নেতা হাবিবুর রহমান সুমন ও তার ভাই মামুন মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাত সাড়ে ৩ টায় হবিগঞ্জ সদর মডেল থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালে ছোট বহুলা গ্রামের হামিদা খাতুন নামে এক মহিলা সুমন ও তার ভাই মামুন মিয়াসহ কয়েকজনকে আসামী করে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১/২৫ইং। ওই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী হয়। এ প্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধিতা করার অভিযোগ রয়েছে। জুলাইয়ের আন্দোলনে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে তারা সক্রিয় অংশগ্রহণ করেন। অভিযোগ রয়েছে সাবেক এমপি আবু জাহিরের সাথে সুসম্পর্ক থাকায় ক্ষমতার অপব্যবহার করে তারা স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে ১৭ বছর এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করেছিলেন। ছোট বহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে সুমন স্কুলের সরকারি বরাদ্দের টাকা আত্মসাত করেছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ধর্ষণ, দাঙ্গা, নারী নির্যাতনসহ অনেক মামলা রয়েছে। এসব মামলার আসামী হয়েও সুমন বিগত সরকারের আমলে বীরদর্পে চলাফেরা করেছেন। প্রকাশ্যে চলাচল করলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। ২০১২ সালে আঙ্গুরা খাতুন নামে এক মহিলা তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার নং-১৮২/১২ইং। সেকুল মিয়া নামের আরেক ব্যক্তি সুমন গংদের বিরুদ্ধে মারামারি মামলা দায়ের করেন।