স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুলিয়াখাল বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও প্রযুক্তির অপ-ব্যবহারসহ বিভিন্ন বিষয় নিয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএিম-পিপিএম সেবা) এর নির্দেশনায় গোপায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও দুপুরে ধুলিয়াখাল বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপায়া সরকারি বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ আব্দুস সালাম ও ধুলিয়াখাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকগণ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছেলেমেয়েদের শতভাগ স্কুলে ভর্তি নিশ্চিত করতে হবে এবং নিয়মিত স্কুলে পাঠাতে হবে। স্কুল থেকে বাসা ও বাড়িতে তারা কখন ফিরেছে, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। প্রত্যেক ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কোন সন্তান যাতে মাদকের সাথে জড়িত না হতে পারে সেদিকে অভিভাকদের সচেতন থাকবে হবে। স্কুলে থাকাবস্থায় কোন মেয়েদের বিয়ে দেয়া যাবে না। প্রাপ্ত বয়স হলেই মেয়েদের বিয়ে দিতে হবে। কোথাও বাল্যবিবাহ হলে তা প্রতিহত করতে হবে। যেসব অভিভাবক বাল্যবিবাহ দিতে চান তাদের সচেতন করতে হবে। জঙ্গিবাদ, ইভটিজিং, গ্রাম্য দাঙ্গা, নারী নির্যাতন প্রতিহত করতে হবে। সন্তানদের বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com