মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াকরি গ্রামে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় বাড়ির মালিক আব্দুর রহিম (৫২) গুরুতর আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার মধ্যরাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক আব্দুর রহিম জানান, মুখোশ পরে ৬/৭ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদেরকে বাধাপ্রাদান করলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com