স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত হলে সকল নাগরিকের জীবনমান উন্নয়ন হয়। তাই পৌর পরিষদকে বস্তি উন্নয়নে আরো মনোযোগী হতে হবে। হবিগঞ্জ পৌর পরিষদের সদস্যবৃন্দ ও পৌরসভার শাখাপ্রধানদের সাথে মতবিনিময়কালে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের প্রকল্প পরিচালক রেজাউল করিম এসব কথা বলেন। তিনি বলেন বস্তি উন্নয়নে মেয়র তথা পৌরপরিষদকে অভিভাবকসুলভ মনোভাব দেখাতে হবে। বস্তি উন্নয়নে অর্থ যাতে যথাযথ ও স্বচ্ছতার সাথে ব্যয় হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকা প্রয়োজন। তিনি বলেন, ‘ইউজিআইআইপি’র মেয়াদ শেষ হয়ে আসছে। শেষ দিকে এসে ব্যাপকভাবে কর্মতৎপরতা দেখিয়ে হবিগঞ্জ পৌরসভাকে তার সুনাম অর্জন করতে হবে। রেজাউল করিম বলেন হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজে শতভাগ মান বজায় রাখার জন্য মাঠ পর্যায়ে তদারকি বাড়াতে হবে।
মেয়র মিজানুর রহমান মিজান বলেন বর্তমান পরিষদ কর্মতৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি করেছে। শীঘ্রই হবিগঞ্জ পৌরসভার নতুন ডাম্পিং সাইট বাস্তবায়ন করে শহরকে আরো সুন্দর করে সাজিয়ে তোলা হবে বলে জানান মেয়র। সভায় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। পৌর পরিষদের পক্ষ হতে প্রকল্প পরিচালকের হাতে সম্মাননা পদক তুলে দেন মেয়র মিজানুর রহমান। সকালে হবিগঞ্জ পৌরসভায় পৌছুলে প্রকল্প পরিচালককে স্বাগত জানান মেয়র মিজানুর রহমান মিজানসহ পৌর কাউন্সিলরগণ। পরে হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন প্রকল্প এলাকায় সরেজমিন পরিদর্শন করেন প্রকল্প পরিচালক রেজাউল করিম।
হবিগঞ্জে ইউজিআইআইপি প্রকল্প পরিচালক রেজাউল করিম
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com