স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মহিলা কলেজ রোডের মেসার্স মেহেদী কসমেটিক্সের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে চোরেরা দোকানের সার্টারের তালা কেটে ভিতরে প্রবেশ করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি শামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর এবং সদর থানার এসআই আব্দুর রহিম চুরি হওয়া দোকান পরিদর্শন করেন। এ সময় ব্যকস সভাপতি চুরি হওয়া মালামাল উদ্ধার এবং সন্দেহভাজন চোরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com