হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ হবিগঞ্জের সকল উপজেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পতাকা বিতরণ উৎসব। সোমবার হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি উপজেলায় পতাকা উৎসবের উদ্বোধন করেন। প্রতিটি উপজেলায় আলাদা অনুষ্ঠানে স্ব স্ব উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে জেলা প্রশাসন থেকে সরবরাহকৃত জাতীয় পতাকা তুলে দেয়া হয়। আজ থেকে একযোগে এ পতাকা সকল শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলন করা হবে। বিভিন্ন উপজেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
নবীগঞ্জ ঃ নবীগঞ্জ উপজেলা হলরুমে অনুষ্ঠিত পতাকা উৎসবে উপজেলার ২৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে জাতীয় পতাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম।
বাহুবল ঃ উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের সভাপতিত্বে জাতীয় পতাকা উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ওসি মোহাম্মদ কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম নুর, বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, হাফিজপুর মহিলা মাদ্রাসার সুপার আবু তৈয়ব মো. নজিব, বাহুবল কাশিমুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক এমএ রব প্রমুখ। অনুষ্ঠানে ২৩০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে জাতীয় পতাকা তুলে দেয়া হয়।
লাখাই ঃ লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোসা: শাহিনা আক্তারের সভাপতিত্বে পতাকা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। পতাকা উৎসবে লাখাই উপজেলার এক শত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। উৎসবে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিতা কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, ওসি মোহাম্মদ এমরান হোসেন প্রমূখ।
চুনারুঘাট ঃ চুনারুঘাটের বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে পতাকা উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি কে এম আজহারুল হক, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুৎফুর রহমান মহালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ সামাদ, আঃ গাফ্ফার, প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, জাপা সাধারণ সম্পাদক মহিদ আহমদ চৌধুরী। উৎসবে উপজেলার ২২৫ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে জাতীয় পতাকা তুলে দেয়া হয়।
মাধবপুর ঃ মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পতাকা উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান উপজেলার ১৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com