স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর গ্রাম থেকে উদয় দাশ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তার শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামের পল্লী চিকিৎসক তাপস দাশের ছেলে।
তাপস দাশ জানান, তার ছেলে উদয় দাশ দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসছিল। রোববার রাতে উদয় খাওয়া শেষে তার ঘরে ঘুমাতে যায়। সোমবার সকালে সে ঘুম থেকে না উঠলে তার মা দরজা খোলে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com