স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। বৃহস্পতিবার সকালে তিনি হাসপাতাল পরিদর্শনকালে এ অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি রোগীদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন। এছাড়া যে সব পদ শূন্য রয়েছে সেগুলো পূরণে ব্যবস্থা গ্রহন করারও আশ্বাস প্রদান করেন। এর আগে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন। এ সময় পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইফতেখার মামুন, মুক্তিযোদ্ধা সুকোমল রায় সহ নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com