স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে হাওরপাড়ের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে নৌকা বিতরণ করা হয়েছে। বর্ষা মৌসুমেও যেন শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে এজন্য হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ হাওরপাড়ের বিদ্যালয়গুলোকে নৌকা প্রদান করেন। বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে স্থানীয় আদর্শবাজার নৌকাঘাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। উপজেলা নির্বাহী অফিসার মো: মামুন খন্দকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জান্নাত আরা লিসা, ব্র্যাকের হেড অব পিএসইউ মাজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ ফিরোজ, ব্র্যাকের বানিয়াচং উপজেলা উন্নয়ন সমন্বয়ক এ এইচ এম মিজানুর রহমান প্রমুখ।
নৌকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, গ্রাম বাদ দিয়ে যেমন শহরকে চিন্তা করা যাবে না, তেমনি গ্রামের বৃহৎ ছাত্র সমাজকে বাদ দিয়ে দেশের সার্বিক শিক্ষাকে এগিয়ে নেয়া যাবে না। হাওর পাড়ের শিক্ষার্থীরা যেন বর্ষা মৌসুমেও ঠিকমত বিদ্যালয়ে যেতে পারে সে ব্যবস্থা আমরা করেছি। সঠিকভাবে তদারকি ও পরিচর্যা করলে হাওর পাড়ের শিক্ষার্থীরা কোনভাবেই পিছিয়ে থাকবে না, একদিন এসব ছাত্রই দেশের নেতৃত্ব দিবে। তাদের পড়া লেখাসহ সার্বিক বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত আছে এবং থাকবে। অনুষ্ঠান শেষে বানিয়াচং আদর্শ বাজার নৌকাঘাটে বানিয়াচং উপজেলার হাওরপাড়ের মন্দরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, বিথঙ্গল জেডিএম উচ্চ বিদ্যালয়, মুরাদপুর এসইএসডিপি উচ্চ বিদ্যালয়, আজমিরীগঞ্জ উপজেলার মমচান ভূইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, পাহাড়পুর বসন্ত কুমার পাবলিক এন্ড কলেজ, লাখাই উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট একটি করে মোট ৭টি নৌকা তুলে দেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।