স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে দুর্বৃত্তদের হাতে নিহত ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার ময়না মিয়া হত্যা মামলার প্রধান আসামি মন্নান মিয়াকে শায়েস্তাগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারকের নেতৃত্বে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আমিনুল হক চৌধুরীসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে মন্নান মিয়াকে গ্রেফতার করে। মন্নানকে গ্রেফতারে সহযোগিতা করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। এ মামলার আসামীদের মধ্যে আবুল কালামের পুত্র ডালিম মিয়া, মন্নান মিয়ার পুত্র জোবায়ের মিয়া ও মনির মিয়া, মদরিছ মিয়ার পুত্র মোবাশ্বির মিয়া, মৃত গরীব উল্লাহর পুত্র মামুন মিয়া, উমর আলীর পুত্র এমদাদুল মিয়া, আমির আলীর পুত্র মোশারফ মিয়া ও মৃত গরীব উল্লাহর পুত্র আরজ মিয়া জেলহাজতে রয়েছে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, ময়না মেম্বার হত্যা মামলার এজাহারনামীয় সকল আসামীকে গ্রেফতার করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ মামলার চার্জশীট আদালতে দাখিল করতে পারবো। এ বিষয়ে মামলার বাদী বাবলু মিয়া জানান, গ্রেফতারকৃত আসামীরা আমার বাবার হত্যা মামলার আসামী। আমি যেন আমার বাবার হত্যার সঠিক বিচার পাই, এজন্য পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, ময়না মিয়া হত্যার ঘটনায় গত ২৪ মার্চ নিহতের বড় ছেলে বাবলু মিয়া ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামি করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com