স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নার্সের প্রাণান্তকর চেষ্টায় এক প্রসূতি মহিলা এক সাথে ৩ সন্তানের জন্ম দিয়েছেন। জন্মের পর নবজাতক শিশুরা পুরোপুরি সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। বৃহস্পতিবার বিকেলে প্রসূতি ব্যাথা নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট কাশিপুর গ্রামের ফখরুল ইসলামের স্ত্রী লুৎফা বেগম (২৫) হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি হন। প্রচন্ড ব্যাথায় ছটফট করতে থাকলে সিনিয়র স্টাফ নার্স পারভীন আক্তার সন্ধ্যায় ডেলিভারি রুমে নিয়ে নর্মালভাবে ডেলিভারি করানোর পর ২টি পুত্র ও ১টি কন্যা সন্তান জন্মগ্রহন করে। নার্স জানান, মানবতার সেবায় আমরা রোগীদের সেবা করি। কিন্তু অনেকেই ভুলে যায় এই মানবতার কথা। যার ফলে তারা রোগীদের সাথে দুর্ব্যবহার করেন। বর্তমানে মা ও নবজাতক শিশুরা সুস্থ আছে। রোগীর স্বজনরা জানান হাসপাতালে আসার পরেই কতিপয় দালাল তাদের ভয় দেখিয়ে সিজারের জন্য প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু ওই নার্স আমাদের রোগীকে নর্মাল ডেলিভারি করেছেন, এতে আমরা সন্তুষ্ট।
মা এবং সদ্য ভূমিষ্ট দুই পুত্র ও এক কন্যা সন্তান সুস্থ রয়েছে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com