স্টাফ রিপোর্টার ॥ দেশ সেরা ‘প্রধান শিক্ষক’ নির্বাচিত হয়েছেন বানিয়াচংয়ের শাহনাজ কবীর। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তাকে দেশের সেরা প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করে। শাহনাজ বর্তমানে কিশোরগঞ্জ শহরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। চলতি মাসের ২৬ জুন দেশ সেরা এই প্রধান শিক্ষককে পুরস্কৃত করা হবে। শাহনাজ কবীরের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়েনের কুমড়ি দুর্গাপুর গ্রামে। তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শামসুল কবীর। স্বামী ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত আছেন। শাহনাজ কবীর দুই কন্যা সন্তানের জননী। বড় মেয়ে তাসনিম ইসলাম স্বর্ণা ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে ও ছোট মেয়ে তাহসিন ইসলাম রাফা অষ্টম শ্রেণিতে পড়ালেখা করছে। শাহনাজ কবীর ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ থেকে ১৯৯০ সালে বিএ এবং আনন্দমোহন সরকারি কলেজ থেকে এমএ পাস করেন ১৯৯২ সালে। এরপর ১৯৯৩-৯৪ সালে টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা) ময়মনসিংহ থেকে বিএ প্রশিক্ষণে প্রথম শ্রেণি লাভ করেন। ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ থেকে এমএড প্রশিক্ষণেও প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। শাহনাজ কবীর ২০০৬ সালের ৬ মার্চ কিশোরগঞ্জ শহরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তারপর তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্বপালন করেন। পরে পদোন্নতি পেয়ে ২০১০ সালে তিনি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হন। প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর ২০১২ ও ২০১৩ সালে টানা দুইবার এসএসসি পরীক্ষায় ফলাফলে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। এরপর ২০১৫ সাল থেকে শতভাগ পাস ও সর্বাধিক জিপিএ-৫ পেয়ে কিশোরগঞ্জ জেলায় ধারাবাহিকভাবে প্রথম স্থান দখল করে আছে এই বিদ্যালয়টি। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলেও এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৬ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ পরীক্ষার্থী পাস করে। এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ শাহনাজকে প্রথমে কিশোরগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ও পরে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ময়মনসিংহ অঞ্চলের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে তিনি জাতীয় পর্যায়ের বাছাইয়ে নাম লেখান। এই বাছাইয়ে দেশের সেরা প্রধান শিক্ষক হিসেবে শাহনাজ কবীরকে নির্বাচিত করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। শাহনাজ কবীর তার এই সাফল্যের পিছনে বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেরা শিক্ষক শাহনাজ কবীর এবছর সপরিবারে হজ্বে যাবেন। তাই সকলের কাছে দোয়া চেয়েছেন। অন্যদিকে দেশের সেরা শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আইয়ুব আল আনসারী ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম-এর বানিয়াচং উপজেলার শাখার সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন।