হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। শনিবার সকালে নিরদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্রা অর্জুন প্রমূখ। হবিগঞ্জ পৌরএলাকার ৯টি ওয়ার্ডে ৪০টি কেন্দ্রে সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত কর্মসূচি চলে। ৬ মাস হতে ৫৯ মাস বয়স পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। হবিগঞ্জ পৌর এলাকায় ভিটমিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৫৩৮ জন শিশু। এর মধ্যে কর্মসূচির দিনে খাওয়ানো হয়েছে ৮ হাজার ৪৪১ জন শিশুকে। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com