হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন- ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর সেতুটির চতুর্থ স্পেনের ফুটপাতসহ রেলিং ভেঙ্গে পড়ার কারণে ঢাকা সিলেট ও হবিগঞ্জে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এ অবস্থায় গুরুত্বপূর্ণ কাজের জন্য রাজধানী ঢাকায় যেতে পারছেন না সাধারণ যাত্রীরা। বিদেশের যাত্রীদের ফ্লাইট মিস হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অপরদিকে বিকল্প রাস্তায় ও ট্রেন দিয়ে যাত্রীদের যাতায়াতেও দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আমি এ রোড দিয়ে চলাচলকারী একজন সাধারণ যাত্রী হিসেবে সিলেট বিভাগ তথা হবিগঞ্জের মানুষের যাতায়াত দুর্ভোগ লাঘবের জন্য জরুরী অবস্থায় ঢাকা-সিলেট লাইনে ২টি স্পেশাল ট্রেন চালু করার জন্য যোগাযোগ ও সেতু মন্ত্রী এবং রেল মন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি। আশা করি ২টি স্পেশাল ট্রেন চালু হলে যাত্রীরা উপকৃত হবেন। বিজ্ঞপ্তি
যাত্রী দুর্ভোগ নিরসনে ঢাকা-সিলেট লাইনে ২টি স্পেশাল ট্রেন চালু করার জন্য সেতু মন্ত্রী ও রেল মন্ত্রীর
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com