এসএম সুরুজ আলী ॥ সাবেক রাষ্ট্রপতি বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ হয়ে উঠছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি সিএমএইচের আইসিইউতে হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে উপস্থিতি নেতাকর্মীদের বিষয়টি জানান। পরে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। সিএমএইচের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে জিএম কাদের বলেন, চিকিৎসকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ চোখ মেলেছেন, দু’একটি কথাও বলেছেন। এছাড়া চিকিৎসকদের প্রশ্নের জবাবও দিচ্ছেন তিনি। চিকিৎসকদের বরাত দিয়ে জিএম কাদের বলেন, এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য উনাকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই। হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসক ও নিকট আত্মীয়দের সঙ্গে কথা বলেছেন। এর আগে সংসদে বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি, ছেলে সাদ এরশাদ, জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের এরশাদের সঙ্গে কথা বলে আইসিইউ থেকে বেরিয়ে আসেন। বেগম রওশন এরশাদ দেশবাসীর কাছে এরশাদের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। এদিকে এরশাদ এর সুস্থতা কামনা করে হবিগঞ্জ জেলাবাসীসহ দেশবাসী কাছে দোয়া কামনা করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক শংকর পাল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com