স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে হেলাল মিয়া (২২) নামের এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়ে ক্ষতবিক্ষত করে অর্থকড়ি লুটে নিয়েছে একদল ছিনতাইকারী। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর গ্রামের জালাল উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, চুনারুঘাট আমতলী এলাকায় হেলাল মিয়া সিএনজি অটোরিকশা নিয়ে আসার পথে ছিনতাইকারী চক্রের সদস্য সাহিদ মিয়াসহ একদল লোক তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে রাস্তায় ফেলে সিএনজি অটোরিকশা নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com