পবিত্র হজ্বে গমনেচ্ছু হবিগঞ্জ পৌরএলাকার হজ্বযাত্রীগণের সুবিধার্থে হবিগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে হজ্ব প্রশিক্ষণ। বৃহস্পতিবার সকাল ৯টায় হবিগঞ্জ টাউন হলে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সভাপতিত্বে শুরু হয় প্রশিক্ষণের উদ্বোধনী সভা। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরকাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম, মোহাম্মদ জুনায়েদ মিয়া ও পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন আলোচ্য বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মুফতী আব্দুল মজিদ পিরিজপুরী ও মাওলানা ফরিদ উদ্দিন আহমদ। আলোচনায় আরো অংশ নেন মাওলানা শাহ আলম। হাজীদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মোছাব্বির। পবিত্র হজ্ব চলাকালীন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা অবলম্বন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ জমির আলী। প্রশিক্ষণ পরিচালনাকারীগণ পবিত্র হজ্ব পালনের শুরু হতে শেষ পর্যন্ত বিভিন্ন করণীয় ও নিয়মাবলীসমূহ তুলে ধরেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোঃ আবুল হাসিম, শেখ নুর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, খালেদা জুয়েল, অর্পনা পাল প্রমূখ। পৌরএলাকার ৮৬ জন হজ্বযাত্রী পৌরসভার এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন। প্রশিক্ষণে হজ্বযাত্রীদের হজ্বপালনে সফলতা এবং হবিগঞ্জ পৌরবাসীর সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারীদের মাঝে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি