ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হলো নবীগঞ্জ পৌরসভার ২দিন ব্যাপী পৌরকর মেলা ২০১৯। মেলায় পৌর করদাতাগণের সরব উপস্থিতি মেলাকে প্রাণবন্ত করেছে। সচেতন পৌরকরদাতাগণ স্বতঃস্ফূর্তভাবে পৌরকর প্রদান করে পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মনে করে নবীগঞ্জ পৌর পরিষদ। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী পৌরবাসীর উদ্দেশ্যে সভাপতির সমাপনী বক্তব্যে বলেন, ‘নবীগঞ্জ পৌরসভায় চতুর্থ বারের মতো কর মেলায় আপনাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে কর মেলাকে সফল ও সার্থক করার জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তিনি বলেন, ‘আপনাদের এ অনুপ্রেরণায় পৌরসভার সকল কর্মকান্ডে সাফল্য বয়ে আনবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’ তিনি কর মেলায় নবীগঞ্জ উপজেলা পরিষদ, নবীগঞ্জ থানা, পৌর পরিষদ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পৌরসভার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে মেলা সফল ও সার্থক করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে প্রতি বছরই পৌর কর মেলা অনুষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। নবীগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় বক্তৃতা করেন প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও হবিগঞ্জ সময় সম্পাদক মো. আলাউদ্দিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, পৌরসচিব মো. আজম হোসেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী মো. শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ সহ পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, বৃহস্পতিবার মেলার দ্বিতীয় দিন মেলায় করদাতাদের উৎসাহিত করতে সম্মানিত অগ্রিম করদাতাদের এবং মেলায় এসে কর প্রদানকারীদের পুরস্কৃত করার পাশাপাশি প্রথমবারের মতো ৫০ জন দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি