গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের হবিগঞ্জ জেলার মাধবপুর প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে গতকাল ২৭ ডিসেম্বর মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা ও ভাতা চেক বিতরণী অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থা, হবিগঞ্জ জেলা কার্যালয়ের চেয়ারম্যান ইসমত আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম ফয়সাল। প্রশিক্ষণ কর্মকর্তা সুমন মাহমুদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ ইয়াছিন, জেলা কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থা, হবিগঞ্জ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেরদৌস আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, হবিগঞ্জ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সৈয়দা লতিফুন্নেছা ঝর্ণা ও বেগম মেহেরুন্নেছা চৌধুরী মজু, সিনিয়র শিক্ষক, দি রোজেস কালেক্টরেট, হবিগঞ্জ। অনুষ্ঠানে নারীরা প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যোক্তা হয়ে উঠার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি ১০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১১ লাখ ৬০ হাজার ২৫০ টাকার একাউন্টপেয়ী চেক ও সার্টিফিকেট তুলে দেন। বক্তারা তাদের বক্তব্যে আগামী বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, সেই লক্ষ্যে নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে সংস্থা ও প্রকল্পের কর্মকর্তা- কর্মচারী এবং বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com