স্টাফ রিপোর্টার ॥ ‘মানবতা বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়’ স্লোগানকে সামনে রেখে হাকিম ফাউন্ডেশন ইউএসএ এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের দুই শতাধিক দরিদ্র অসহায় লোকের মাঝে শীতবস্ত্র (শাল) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে মরহুম হাজী আব্দুল হাকিম এর বাড়িতে এসব শাল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের বাংলাদেশের প্রধান পরিচালক জমসেদ আলীর সভাপতিত্বে ও আব্দুল কাইয়ূম চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইন্ক) এর সভাপতি আজদু মিয়া তালুকদার। অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন হাকিম ফাউন্ডেশন ইউএসএ এর চেয়ারম্যান রোকন হাকিম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, ইউপি সদস্য সাইদুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য অলিউর রহমান, হাকিম ফাউন্ডেশন ইউএসএ এর বোর্ড অব ট্রাস্টি শেলী হাকিম, আল-ইসলাহ্ কেন্দ্রী সদস্য কাজী এম হাসান আলী, হবিগঞ্জ জেলা তালামীয সভাপতি আমিমুল ইহসান তানছিন, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ নোমান, নবীগঞ্জ উপজেলা সভাপতি শেখ এম মোজাহিদ আহমদ ও হাকিম ফাউন্ডেশন ইউএসএ এর চিফ ডিরেক্টর অব প্রজেক্ট মোঃ রুপুল আমিন, বিশিষ্ট মুরুব্বী নুনু মিয়া, আব্দুর রউফ, মুহিবুর রহমান, হারুন মিয়া, জাকির হোসেন চৌধুরী, লেবু মিয়া, রুফু মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা তালামীয সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, করগাঁও ইউনিয়ন সভাপতি হোসেন বাবুল, সাবেক সভাপতি মুজিবুর রহমান, মারজু, এমরান, নূর আলম শাওন, নাঈম হোসেন, রবিন তালুকদার, তুহিন আহমেদ, সিতার আলী, ইউসুফ আলী, নাঈম, রবিউল হাসান, রেদোয়ান. মান্না, সাইফর, আকরাম প্রমূখ। সভায় বক্তাগণ বলেন- দীর্ঘদিন ধরেই হাকিম ফাউন্ডেশন ইউএসএ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোকন হাকিম প্রবাসে থেকে নিজ এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন। তিনি বিগত করোনা, বন্যার সময় নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও গৃহহীনদের গৃহনির্মাণ, দরিদ্র পরিবারের মেয়ে বিবাহ দেওয়া, দরিদ্র ও শিক্ষা বৃত্তি প্রদানসহ এলাকার ক্রীড়া উন্নয়নে তিনি কাজ করছেন। তারা রোকন হাকিমের সফলতা কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com