স্টাফ রিপোর্টার ॥ ‘সব ভয় জয় করে’ বৈশাখী টেলিভিশন ১৯ বছরে’- এই প্রতিপাদ্যে দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে কেক কাটা, আলোচনা সভা ও র্যালী অুনষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ এর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। আলোচনা সভার পর কেক কাটা, ফটোসেশন অনুষ্ঠিত হয়। সবশেষে শহরের রাস্তায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. আবু জাহির বৈশাখী টেলিভিশনে কর্মরত সকলকে অভিনন্দন জানিয়ে বক্তব্যে বলেন, বৈশাখী টেলিভিশন দীর্ঘ ১৮ বছর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ১৯শে পাঁ রেখেছে। বৈশাখী টেলিভিশনে জেলার অনেক সমস্যা-সম্ভাবনার কথা উঠে এসেছে। তিনি স্থানীয় প্রতিনিধি সাইফুর রহমানের কথা উল্লেখ করে বলেন, সে খুব স্বল্প সময়ের মধ্যে জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছে। তুলে ধরেছে জেলার উন্নয়ন চিত্রও। সামনেও আরো বেশি বেশি সংবাদ পরিবেশন করে হবিগঞ্জ জেলার উন্নয়নে ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম তার পৌর পরিষদের পক্ষ থেকে বৈশাখী টেলিভিশনের কলাকৌশলীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, হবিগঞ্জ শহরেও বিভিন্ন সমস্যা রয়েছে। সমস্যাগুলো বৈশাখী টেলিভিশনের মাধ্যমে তুলে ধরার পাশাপাশি পৌর এলাকার উন্নয়ন চিত্রগুলোও তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে হবিগঞ্জের নানা শ্রেণীপেশার শতাধিক নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাতে হবিগঞ্জ প্রেসক্লাবে জড়ো হয়েছিলেন। এতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেকের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মহিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, বিশিষ্ট সমাজসেবক ড. মোহাম্মদ শাহ নেওয়াজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com