মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার শিশু ও শিশুর মায়েদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে শুক্রবার। গতকাল হবিগঞ্জ পৌরসভায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। শুক্রবার বিকেল ৩ টায় অনুষ্ঠিতব্য ওই পুরস্কার বিতরণীতে প্রতিযোগিতার ৩ গ্রুপের সেরা ৫ বিজয়ী ও মায়েদের গ্রুপের সেরা ৫ বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও সকল প্রতিযোগীদের দেয়া হবে বিশেষ পুরস্কার।
গত ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভা শিশু ও শিশুর মায়েদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা পৌরমঞ্চে উদ্বোধন করেছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সভাপতি ছিলেন মেয়র আতাউর রহমান সেলিম। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com