রাজিউড়ায় নির্বাচনী সভায় এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয়তা হারানো বিএনপি-জামায়াত পরাজয়ের ভয়ে নির্বাচনে আসেনি; এখন দেশের জনগণকে ভোটাধিকার প্রয়োগ থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। তারা মানুষের শান্তি কেড়ে নিতে চায়। দেশবিরোধী ষড়যন্ত্রের জবাব দিতে চাইলে আগামী ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে আরেকটি ভোট উৎসব করতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশের দিকে ক্রমশ এগিয়ে যাব।
হবিগঞ্জ-৩ আসনে চতুর্থবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় একথা বলেন।
সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি হবিগঞ্জের জন্য যা করেছি; তা সবার সামনে দৃশ্যমান। এসবের জন্য দিনরাত পরিশ্রম করেছি। আমার আরও অনেক পরিকল্পনা রয়েছে। সামনের দিনে আপনাদের সাথে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।
তাই এলাকার অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে বঙ্গবন্ধু কন্যার নৌকা প্রতীকে ভোট দিন। সভায় অন্যান্য বক্তারা তেঘরিয়া ইউনিয়নে সকল উন্নয়ন কর্মকা-ের বর্ণনা দিয়ে নৌকায় ভোট চান। পরে সভাস্থলে উপস্থিত নানা শ্রেণিপেশার হাজারো মানুষ হাত তুলে এমপি আবু জাহিরকে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি করেছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রেখেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আব্দুল আউয়াল তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, রাজিউড়া ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলাল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামীম আহমেদ প্রমুখ।
সভায় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার দুই সহশ্রাধিক ভোটার উপস্থিত ছিলেন। পরে এমপি আবু জাহির রাজিউড়া ইউনিয়নের বিভিন্ন স্থনে গণসংযোগ করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com