চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পাশে চানঁভাঙ্গা বালিয়ারী গ্রামে মেসার্স এ আলী অটো রাইস মিলে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে চোরেরা মিলের তালা ভেঙে ৬টি মোটর ও একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে চানঁভাঙ্গা বালিয়ারী গ্রামের হাজী মোঃ আদম আলীর মালিকানাধীন মেসার্স এ আলী অটোরাইস মিল (ইউনিট-২) থেকে মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্ত মিলের স্টিলের মেইন গেইটের তালা ভেঙে জাপানী ২ ঘোড়া ৬টি মোটর এবং একটি ৫ কেভি ইলেকট্রিক ট্রান্সফারমার এবং মূল্যবান বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যায়। এ ঘটনায় অটো রাইস মিলের ম্যানেজার মোঃ মুখলেসুর রহমান চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার বেলা ২টায় চুনারঘাট থানার এসআই মোহাম্মদ খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com