হবিগঞ্জ পৌরসভায় আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী পৌরকরমেলা। পৌরকর পরিশোধে নাগরিকদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এ করমেলার আয়োজন করা হয়েছে। হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এই করমেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক দেবী চন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। প্রধান অতিথি হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আসিব আহসানের জুম লিংকে যুক্ত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার বিভাগ হবিগঞ্জের উপ পরিচালক মুহাম¥াদ সাদিকুর রহমান।
করমেলা ২০২৩ ইং উপলক্ষে বৃহস্পতিবার পৌরসভা প্রাঙ্গণে সকাল ১০ হতে বিকেল ৪ টা পর্যন্ত নাগরিকবৃন্দ রিবেটের সুযোগসহ তাদের পৌরকর পরিশোধ করতে পারবেন। সারচার্জ মুওকুফসহ পরিশোধ করতে পারবেন পানির বিল। মেলায় করদাতাগণকে দেয়া হবে সম্মাননা সনদ ও উপহার। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com