শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঁঞা, থানার ওসি মোবারক হোসেন ভূইয়া, ট্রাফিক জোনের ইন্সপেক্টর মোঃ রমজান আলী, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বুলবুল খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নাজিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়, মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মশিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত রঞ্জন দাশ মন্টু, মহিলা মেম্বার শাহেনা আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরী প্রমুখ। এছাড়া সভায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন।
সভায় বক্তব্যে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, মাদক থেকে অপরাধের সৃষ্টি হয়। জুয়াড়িদের কোনভাবে ছাড় দেওয়া যাবে না। রেহাই দেওয়া যাবে না মাদক বিক্রেতা ও সেবনকারী কাউকে। জুয়া ও মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে হবে।